কর কমিশনারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কর কমিশনারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ , কর কমিশন দেশের নাগরিকদের কর আদায়ের

এবং এ ব্যাপারে যাবতীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ সম্পন্ন করে থাকেন।সম্প্রতি কর কমিশন কার্যালয়

চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।

প্রতিষ্ঠান কর কমিশনারের কার্যালয়ঃ

  • পদের সংখ্যা ৩৮ জন
  • বয়সসীমা ১৮-৩০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি-স্নাতক ডিগ্রি

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে  ezaty.com । তাই যেকোনো

ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। কর কমিশনারের কার্যালয় জব সার্কুলার ২০২১

সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে

কর কমিশনারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

অর্থ মন্ত্রণালয়,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা-৩(আয়কর) এর স্মারক নং-০৮.০০.০০০০.০৩৭.১১.০০১.১৯.১২৯/১(৩), তারিখঃ ০৬/০৯/২০২০খ্রি. এবং জাতীয় রাজস্ব বাের্ড, ঢাকা এর স্মারক নং-০৮.০১.০০০০.০২২.০২.০০১.১৯/৪৭৬(১),তারিখঃ ৩০/০৬/২০২০খ্রি. অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-৩, ঢাকার শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মােতাবেক সরাসরি কোটায় জনবল নিয়ােগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নেবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা/নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তসাপেক্ষে অনলাইনে http://tax3.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১।পদের নামঃ কম্পিউটার অপারেটর/সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটর/অফিস সহায়ক/গাড়ী চালক

পদের সংখ্যাঃ ১৯ টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/ঊচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেনী বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০/৯,৩০০-২২,৪৯০/৮২৫০-২০,০১০ টাকা।

কর কমিশনারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদন শেষঃ ১২ ডিসেম্বর ২০২১

কর কমিশনারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শর্তঃ

১।বয়সসীমা বয়সসীমা নির্ধারণের তারিখ- যে সকল প্রার্থীর বয়স ৩০-০৯-২০২১ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে

থাকবে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। তবে ২৫শে মার্চ, ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায়

পৌছেছেন, তারাও আবেদন করতে বছর পারবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা ও

শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা হবে ১৮-৩২ বছর।

২।সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি

সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন । এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

৩।প্রার্থী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৪।প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নে বর্ণিত (ক্রমিক নং-ক হতে ঝ) পর্যন্ত কাগজপত্রের মূল কপি

প্রদর্শনপূর্বক প্রতিটির একটি (০১)করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

৫।আবেদনকারী শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ সন্তানগণ কিংবা সন্তান/ সন্তানের পুত্র/কন্যা এ মর্মে সংশ্লিষ্ট

মন্ত্রণালয়/ বিভাগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/

পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

৬।প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল

বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রাথীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

করা হবে। ভুল তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৭।নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত, মৌখিক

ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকা ও এ কর অঞ্চলের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

৮।সকল পদের জন্য লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সাঁট-মুদ্রাক্ষরিক

কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার যুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত ও ব্যবহারিক

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।

৯।নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র/ নীতিমালা মোতাবেক সকল প্রকার নীতি অনুসরণ করা হবে।

কর কমিশনারের কার্যালয় নিয়োগ

জব সার্কুলারের অন্যান্য তথ্যঃ

  • প্রতিষ্ঠানের নামঃ  কর কমিশনার কার্যালয়
  • চাকরির ধরণঃ  স্থায়ী – পূর্ণকালীন চাকরি
  • চাকরির ক্যাটাগরিঃ সরকারি চাকরি
  • আবেদনকারীর লিঙ্গঃ পুরুষ /মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
  • আবেদনের বয়স সীমাঃ বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিন
  • অন্যান্য সুযোগ সুবিধাঃ প্রতিষ্ঠানের বিধি মোতাবেক
  • প্রতিষ্ঠানের ধরণঃ সরকারি প্রতিষ্ঠান

করযোগ্য পণ্য সরবরাহে এবং সেবা প্রদানের প্রত্যেক পর্যায়ে অর্জিত মূল্য সংযোজনের উপর কর আরোপ ও আদায় করা হয়। বিধায় মূসক একটি হিসাব ভিওিক ও করের পৌনঃপুনিকতা মুক্ত ব্যবস্হা। এ কর ব্যবস্থা প্রধানত এক হার বিশিষ্ট । করযোগ্য পণ্য অথবা সেবা সরবরাহের প্রতিটি স্তরে প্রকৃত মূল্য সংযোজনের উপর কর আদায়। নিশ্চিতকল্পে এই কর ব্যবস্হায় ভিওিমূল্য হিসবে ইনভয়েস ভিওিক বিনিময় মূল্যতথা বাজারমূল্যকে ব্যবহার করা হয়। এতে ট্যারিফ মূল্য অথবা সংকুচিত ভিত্তিমূল্যের কোন স্বীকৃতি নেই। এই করের ভার বা বোঝা চূড়ান্তভাবে চূড়ান্ত ভোক্তা বহন করে বিধায় একে ভোক্তাকর ব্যবস্থা বলা হয়ে থাকে। এ কর ব্যবস্থায় ছোট ব্যবসায়ীদের করের আওতামুক্ত রাখা হয় বা টার্নওভার কর নামে অতি সামান্য কর হারের অধীন করা হয়।

About admin

Check Also

Bangladesh Jail Police Job Circular 2023

Bangladesh Jail Police Job Circular 2023 has been published at www.prison.gov.bd andprison.teletalk.com.bd. Also, The Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *