গ্রাম বিকাশ কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

গ্রাম বিকাশ কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ , প্রকাশিত হয়েছে। গ্রাম বিকাশ কেন্দ্র-এর ভিশন: দারিদ্র, শোষণমুক্ত ও শিক্ষিত এবং সকল মানুষের

সম-মর্যাদা ও অধিকার সম্পন্ন পরিবেশ সচেতন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সম্প্রতি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-র সনদপ্রাপ্ত গ্রাম

বিকাশ কেন্দ্র, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের

আর্থিক ও কারিগরী সহযোগিতায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর নিম বর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান কর যাচ্ছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।

১।পদের নামঃ উপ-পরিচালক (কোর্যক্রম)।

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
  • অভিজ্ঞতা:আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে ক্ষুদ্রধণ কর্মসূচীতে অথবা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২০০.০০ কোটি টাকা ঋণস্থিতি
  • নিয়ে কার্যক্রম পরিচালনাসহ সংশ্লিষ্ট পদে ৫ বছর এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে ১০ বছরের কাজেরঅভিজ্ঞতা থাকতে হবে।

নতুন চাকুরির খবর

কাজের প্রসঙ্গঃ

  • মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-র সনদপ্রাপ্ত গ্রাম বিকাশ কেন্দ্র, পার্বতীপুর-৫২৫০,দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম
  • সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ও কারিগরী সহযোগিতায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
  • কর্মএলাকাঃ রংপুর ও রাজশাহী বিভাগ।
  • কর্মস্থলঃ প্রধান কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর।
  • বেতনঃ ৮১,৩৫২ টাকা।উক্ত পদের শিক্ষানবীশকাল ৬ মাস এবং শিক্ষানবীশকাল উত্তীণ হবার পর সংস্থার নিয়ম অনুযায়ী গ্রাচুইটি, ২টি উৎসব ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। মাঠ পরিদর্শনের জন্য মটরগাড়ীর ব্যবস্থা রয়েছে।

অতিরিক্ত আবশ্যকঃ

  • অভিজ্ঞতাঃ আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অথবা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২০০.০০ কোটি টাকা ঋণস্থিতি নিয়ে কার্যক্রম পরিচালনাসহ সংশ্লিস্ট পদে ৫ বছর এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • দক্ষতাঃ কো-অর্ডিনেশন (লিংকেজ-আভ্যন্তরীণ ও বহিরাগত), প্রজেক্ট/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, রির্পোটিং ও ডকুমেন্টশন, বিজনেস প্লান, প্রকল্প প্রস্তাবনা লেখার সমক্ষতা, মনিটরিং,ষ্টাফ ব্যবস্থাপনা, ষ্টাফ ও উপকারভোগী ট্রেনিং দক্ষতা, পলিসি ফরমেশন ও আপডেট, সমন্বয়সাধন, বাংলা ও ইংরেজীতে রিপোর্টিং তৈরি ও উপস্থাপনসহ কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্স্রেল প্রোগ্রাম, ইন্টারনেট এর দক্ষতা এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার অথবা মাইক্রোফাইন্যান্স এর অন্যান্য সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। মটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর

গ্রাম বিকাশ কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

২। পদের নামঃ এ্যাসিসটেন্ট ডিরেক্টর-অডিট এন্ড কমপ্রায়েন্স।

  • পদ সংখ্যা: ০১টি ।
  • শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স/ব্যবস্থাপনায় স্নাতোকোত্তর।
  • অভিজ্ঞতা ও দক্ষতাঃ রিজিওনাল/জাতীয় পর্যায়ে এনজিও-তে অডিট বিভাগে নূন্যতম ৮ বছরের এবং ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ০৪ বছরের
  • কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
  • বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর ।
  • কর্ম স্থলঃ প্রধান কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর ।
  • বেতনঃ ৬৮৫৮১/-টাকা।

৩।পদের নাম: ম্যানেজার-মনিটরিং (এমএফ কর্মসুচি)

  • পদ সংখ্যা : ০১ (এক) জন।
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগতযোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, অর্থনীতিতে স্নাতকোত্তর/এমবিএ পাশ এবং এনজিও-তে খণ কার্যক্রমে অডিট, মনিটরিং, হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন তৈরী, ডকুমেন্টশন কাজের নুন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন: ৪৭০০০-৫২০০০/-টাকা ।

৪। পদের নামঃ এলাকা ব্যবস্থাপক-মাইক্রোফাইন্যান্স।

  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিস্ট পদে কমপক্ষে ০৪ বছরের কাজের অভিজ্ঞতাও কম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্স এর সফটওয়্যার পরিচালনায় পারদর্শী ।
  • বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
  • বেতনঃ ৩৫,৬৮৭/-টাকা।

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে ezaty.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । গ্রাম বিকাশ কেন্দ্র জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

গ্রাম বিকাশ কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২১

অফিসিয়াল ওয়েবসাইটঃ www.gbk-bd.org

গ্রাম বিকাশ কেন্দ্র নতুন জব সার্কুলার

নিয়ম ও শর্তাবলী: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত),সদ্যতোলা ৩ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র উপ পরিচালক-এইচআর এন্ড গ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ, বরাবরে সরাসরিঅথবা ডাক/কুরিয়ার যোগে বিজ্ঞাপন প্রকাশের ১০ দিনের মধ্যে পৌছাতে হবে। ই-মেইল-এ আবেদনপত্র গ্রহনযোগ্যনহে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য আহবান করা হবে। খামে আবেদনকৃত পদেরনাম উল্লেখ করতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ সম্পর্কিত তথ্য

  • প্রতিষ্ঠানের নামঃ গ্রাম বিকাশ কেন্দ্র
  • চাকরির ধরণঃ স্থায়ী – পূর্ণকালীন চাকরি
  • চাকরির ক্যাটাগরিঃ বেসরকারি
  • আবেদনকারীর লিঙ্গঃ পুরুষ / মহিলা উভয় আবেদন করতে পারবেন।
  • আবেদনের বয়স সীমাঃ বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিন
  • প্রতিষ্ঠানের ধরণঃ এনজিও

নতুন নিয়োগ ২০২১

মিশন: উত্তর পশ্চিমাঞ্চলের অধিকার ও সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর অংশ্গ্রহণ ও বহুপাক্ষিক অংশীদারিত্ব মূলক পদ্ধতিতে সেবা ও অধিকারভিত্তিক কাজের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন করা।

 মূল্যবোধ:

১। সম্মান এবং সমান অধিকার

২।সততা ও স্বচ্ছতা

৩।জনগনের অংশগ্রহণ ও জবাবদিহিতা

৪।মানসম্মত সেবা

৫। নি-দলীয়, ধর্মনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত মনোভাব

৬।নারী-পুরুষের সমতা

৭।পরিবেশগত সচেতনতা

About admin

Check Also

Bangladesh Jail Police Job Circular 2023

Bangladesh Jail Police Job Circular 2023 has been published at www.prison.gov.bd andprison.teletalk.com.bd. Also, The Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *