ভূমি মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।

ভূমি মন্ত্রণালয়ের চাকরির স্মারক নং ৩১,০০,০০০০,০৩৫,৬৮,২৯৩,২১,১৬১৩ তারিখঃ ১৫/১১/২০২১সাল ও ৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দের মাধ্যমে প্রায় ছাড়পত্র অনুযায়ী হিসাব নিয়ন্ত্রক রাজস্ব দপ্তরের শূন্য পদে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন,

ক্রমিক নং ১ পদের নাম এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল: নিরীক্ষক রাজস্ব গ্রেড ১১ (১২৫০০- ৩০২৩০)
পদের সংখ্যা: ১২টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পূৰ্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ক) সরকারি/বেসরকারি এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী গুণের ক্ষেত্রে সকল জেলা সমূহ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ক্রমিক নং ২ অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬ (৯৩০০-২২৪৯০)
পদের সংখ্যা: ৪টি
যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

জেলাসমূহঃ ঢাকা গাজীপুর নরসিংদী রাজবাড়ী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিহ জামালপুর শেরপুর চট্রগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাম্মণবাড়িয়া খাগড়াছড়ি নোয়াখালী রাঙামাটি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্জগড় খুলনা ঝিনাইদহ মাগুরা বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর বরগুনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ।

 

জেলারঃ ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ী টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোণা শেরপুর চট্রগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাম্মণবাড়িয়া খাগড়াছড়ি নোয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট পঞ্জগড় ঠাকুরগাঁও খুলনা মাগুরা।

 

পদের নামঃ অফিস সহায়ক গ্রেড ২০ (৮২৫০-২০০১০)
পদের সংখ্যাঃ ৬টি
জেলার নামঃ ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ী টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোণা শেরপুর চট্রগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাম্মণবাড়িয়া খাগড়াছড়ি নোয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর বগুড়া দিনাজপুর লালমনিরহাট পঞ্জগড় ঠাকুরগাঁও খুলনা মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ভোলা বরগুনা।

 

নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অব্যশই অনুসরণ করতে হবে: ১৫/১০/২০২২ সালে তারিখে সাধারণ প্রাথীরা বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি বাধ্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অব্যশই যথাযত কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার পথ প্রদর্শন করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্লান্ত নিয়মাবলী ও শর্তাবলী:ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://alorpoth24.com এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপঃ ১) অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৫/০৯/২০২২ সকাল ১০.০০ টা। ২) অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ১৫/১০/২০২২ বিকাল ০৫-০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রায় প্রাথীগণ অনলাইন এ আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
গ) অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহ্রত হবে সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ) প্রার্থী অনলাইন এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্লান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইন এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবিসহ আবেদনপত্র প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরকৃত একটি আবেদনপত্র কপি পাবেন। উক্ত আবেদনপত্র কপির প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

 

আবেদনপত্র কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নং ক্রমিকের জন্য ১০০ টাকা এবং টেলিটকের এর সার্ভিসের এর চার্জ বাবদ ১২.০০ টাকা মোট ১১২ টাকা ৩নং ক্রমিকের জন্য ৫০ টাকা এবং টেলিটকের এর চার্জ বাবদ ৬.০০ টাকা অনলাইন এ আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহত হবে না।

About admin

Check Also

Shakti Foundation Job Circular 2023

Shakti Foundation announced a new job recruitment notice for Bangladeshi-qualified people. we have published Shakti …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *