স্কুল জীবনে চিত্রাঙ্কন থেকে শুরু

স্কুল জীবনে চিত্রাঙ্কন থেকে শুরু , করে নাচ-গান সবকিছুতেই পারদর্শী ছিলেন ইশরাত

জাহান। ক্যাম্পাসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইকরা নামে পরিচিত। বিভিন্ন

সৃজনশীল কাজে তার দক্ষতা থাকলেও আবৃত্তি তাকে বেশি আকৃষ্ট করে। আমার মা

ছোটবেলা থেকেই গল্প-কবিতা পড়ার প্রতি আলাদা ঝোঁক অনুভব করতেন। ধীরে ধীরে সে

শব্দটিকে, জীবনকে অনুভব করতে থাকে। আসুন কঠোর অনুশীলন করি। ফলে শ্রোতারা

মুগ্ধ হয়ে তার আবৃত্তি শোনেন। স্কুল-কলেজে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে আবৃত্তিতে বিভিন্ন

পুরস্কার পেলে শিক্ষকদের আত্মবিশ্বাস নানাভাবে বেড়ে যায়।করোনা দিয়েছে ভিন্ন মাত্রা

সালের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ে পা রাখেন। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতি নিয়ে

পড়াশোনা করে বড় হওয়া ইকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। কিন্তু

বিশ্ববিদ্যালয় জীবনে না বুঝেই সারা বিশ্বে করোনা মহামারী দেখা দেয়। ক্যাম্পাস বন্ধ ছিল।

স্কুল জীবনে চিত্রাঙ্কন থেকে শুরু

বিধিনিষেধের কারণে ঘরে অলস বসে না থাকায় সময়টাকে কাজে লাগাতে চেয়েছিলেন ইকরা। আপনি যা মনে করেন, তাই করুন। সে তার প্রিয় সব কবিতা আবৃত্তি করে তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে থাকে। শুরুতে তেমন সাড়া পাইনি। তবে হাল ছাড়েননি তিনি। তিনি সাহস করে ফেসবুকে নিজের নামে একটি পেজ খুললেন। তিনি ‘ইকরা-একটি গল্পকার’ নামের এই পাতায় আবৃত্তির পাশাপাশি জীবন কাহিনী বা প্রবন্ধ পড়তে শুরু করেন। এবং যে অবিশ্বাস্য প্রতিক্রিয়া ছিল! ইকরারের একটি গল্প এখন পর্যন্ত প্রায় 1.5 মিলিয়ন মানুষ শুনেছেন। আরো অনেক গল্প আছে যেগুলোতে তিনি লাখো শ্রোতার প্রিয়। ইকরা পেজে বর্তমানে  ফলোয়ার রয়েছে।আবৃত্তির বাইরে পাঠদানই সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে এবং অভিভাবকদের ইচ্ছা অনুযায়ী বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হওয়ার ইচ্ছাটাও

 তাই সব সময় আপনার সাথে ড্রয়িং

টুলস রাখুন। সেই সঙ্গে লেখালেখির চর্চাও চলছে।আবৃত্তি যে ইকরার পরিচয় হতে পারে তা তিনি কখনো ভাবেননি। কিন্তু এখন হাজার হাজার মানুষ তাকে চেনেন শুধু আবৃত্তি বা গল্প বলার জন্য। তিনি সত্যিই এই উপভোগ. তাই আমি আরও মন দিয়ে কথায় জীবনকে প্রতিষ্ঠা করার কৌশল শিখতে চাই, যাতে বিশ্বের সকল বাংলাভাষী মানুষ তার আবৃত্তি ও গল্প শোনে। কিন্তু মাঝে মাঝে ইকরা মনে করে ভয় কাজ করে। কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ওই ছাত্রী বলেন, ‘আজকাল মারপিটের কারণে অনলাইনে মেয়েদের জন্য কোনো প্ল্যাটফর্মই নিরাপদ নয়। আমি এই ভয় কাটিয়ে উঠতে চাই। আমি নিজেকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে আমার শ্রোতারা তাদের জীবন অনুভব করে। ‘

আরো পড়ুন

About admin

Check Also

Shakti Foundation Job Circular 2023

Shakti Foundation announced a new job recruitment notice for Bangladeshi-qualified people. we have published Shakti …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *